কর্ণফুলীতে অনুমোদনহীনভাবে পশুখাদ্য উৎপাদনের অভিযোগে আবারও জরিমানার মুখে পড়ল ‘হাক্কানী কর্পোরেশন লিমিটেড’।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ও মাছের খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
এর আগে একই কারখানাকে তিন দফায় মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে—প্রথম দফায় ১ লাখ, দ্বিতীয় দফায় ২ লাখ এবং তৃতীয় দফায় ৫০ হাজার টাকা। তবে নিয়মবহির্ভূত উৎপাদন বন্ধ না হওয়ায় প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
পরিবেশ অধিদপ্তর ও মৎস্য বিভাগও একাধিকবার প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির পরিবেশ ছাড়পত্র ও মৎস্য খাদ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। তবু প্রতিষ্ঠানটি নিয়ম অমান্য করে উৎপাদন অব্যাহত রেখেছে।
স্থানীয়রা জানান, কারখানার উৎপাদন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, যা বসবাস ও চলাচলে ভোগান্তি তৈরি করছে। কারখানার তরল বর্জ্য নালা হয়ে নদীতে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।
তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ এক পর্যায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেছিলেন। তবু কিছুদিন পর পুনরায় উৎপাদন শুরু হয় বলে জানা গেছে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, “অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে পশুখাদ্য উৎপাদনের অভিযোগে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এছাড়া একই অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে হানিফ এন্টারপ্রাইজ, স্বাধীন ট্রাভেলস ও হাসান ট্রাভেলসকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।