কর্ণফুলীতে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ নভেম্বর, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড় মাঝির সড়কের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ছিল।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ জানান, সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির হাতের সাথে গলায় বেল্ট দিয়ে বাঁধা ছিল।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত মরদেহের পরিচয় জানাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মরদেহের ছবি দেয়া হয়েছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকৃত এ মরদেহের পরিচয় সনাক্ত হয়নি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার এখনো ক্ষতিপূরণ পায়নি
পরবর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত