চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৫ বছর বয়সী যুবকের বিরুদ্ধে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী রাহাত হাওলাদার (৩৫) নামে অভিযুক্ত ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে জুলধা ডাঙারচর শরীফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেলে স্থানীয় জনতা ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযুক্ত রাহাত হাওলাদারের বাড়ি বরিশালের পটুয়াখালীতে বলে জানা গেছে। সে পেশায় ট্রাকের হেলপার।
শিশুটির পিতা মো. রুবেল বলেন, দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিলের মধ্যে আমার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে মেয়েকে নিয়ে থানায় এসেছি।
তবে এ বিষয়ে জানতে সরাসরি থানায় গেলে প্রতিবেদক ওসির দেখা পাননি। মুঠোফোনে থানার ওসিসহ দায়িত্বত একাধিক অফিসারের সাথে যোগাযোগ করে তথ্য চাইলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।