চট্টগ্রামের কর্ণফুলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে সিপিপির ব্যবস্থাপনায় উপজেলার জুলধা, চরপাথরঘাটা এবং চরলক্ষ্যা ইউনিয়নে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্নফুলী উপজেলা সরকারি পরিচালক (সিপিপি) সাইফুল ইসলাম সাহেব।আলহাজ্ব এম মইনুদ্দিন সাবেক চেয়ারম্যান ও ইউপি লিডার। সরোয়ার উদ্দিন কাজল 5 নং লিডার। ওলি আহাম্মদ ৬ নং ইউনিট লিডার। জালাল উদ্দিন মেম্বার ৭ নং ইউনিট লিডার জুলাই ইউনিয়ন সিপিপি লিডার মোঃ মুসা মোঃ আনোয়ার ৩নং ইউনিটেরও।
চরলক্ষ্যা ইউনিয়ন লিডার ডেপুটি টিম লিডার মহিউদ্দিন আলাভী, মোঃ মহসিন ৫ নম্বর ইউনিট লিডার, মোহাম্মদ নুরুল আক্তার সাত নম্বর ইউনিট ডিলার, মোঃ মোরশেদ নুর প্রধান শিক্ষক স্টুডেন্ট কেয়ার কেজি, হাই স্কুল।
গত ২৪ ও২৫ ফেব্রুয়ারি চরপাথরঘাটা ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জুলধা এবং ২৮ ও ১ মার্চ চরলক্ষ্যা ইউনিয়নে দুই দিন ব্যাপী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে দুই ইউনিটে ৪০ জন সব মোট ১২০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।