চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে মইজ্জ্যারটেক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. সেলিম দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগের মুখোমুখি ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সাথে বিভিন্ন ছবি ও নানা কর্মসূচিতে সে সক্রিয় ছিলো বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত মো. সেলিম কর্ণফুলীর শিকলবাহা দুই নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা জাগির আহম্মদের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সিএনজি চালক সমিতির সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সেলিমের বিরুদ্ধে অবৈধ চাঁদাবাজি, সিএনজি চালকদের হয়রানি একাধিক অভিযোগ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্তের স্বার্থে আপাতত তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আমরা সেলিমকে গ্রেপ্তার করে ইতোমধ্যে চান্দগাঁও থানায় হস্তান্তর করেছি। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আরও তদন্ত করে অতিরিক্ত অভিযোগও খতিয়ে দেখা হবে।”
এদিকে সেলিমের গ্রেপ্তারের খবরে স্থানীয় সিএনজি চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে তার গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেও, কিছু সমর্থক দাবি করেছেন এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।