কর্ণফুলীতে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ আটক ৪

আজাদী অনলাইন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ২:১২ অপরাহ্ণ

নগরের কর্ণফুলী থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নতুন ব্রীজের মইজ্জ্যার টেকে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ন ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরের মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে।

কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে। এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসকের হস্তক্ষেপে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
পরবর্তী নিবন্ধমুমিনুল-লিটনের ব‍্যাটে সাড়ে পাঁচশ ছাড়াল লিড