কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রকাশ আলী চেয়ারম্যানকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ–সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজনীতির অনুসারী থাকলেও পরে তিনি ওয়াশিকা আয়েশা খানের অনুসারী হন। তিনি দলের মনোনয়ন চেয়ে না পেয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র পদে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।