কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে মোঃ ইউছুপ (৫০) নামে ৬টি মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার ইউছুপ চরপাথরঘাটা আজিমপাড়া এলাকার ছালেহ আহমদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় ৬টি সিআর মামলা রয়েছে। তার বিরুদ্ধে ৫টিতেই সে সাজাপ্রাপ্ত। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৭ বছর আত্মগোপনে ছিল সে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমমতার তারুণ্যের উৎসব গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমুসলিম এডুকেশন সোসাইটির জরুরি সাধারণ সভা