কর্ণফুলীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কর্ণফুলীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লেদু মেম্বার বাড়ির হাজী ছালে আহমদ প্রকাশ লেদু মেম্বারের পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ জানান, সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান স্মরণ সভা