চট্টগ্রামের কর্ণফুলীতে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে) রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার দুজন হলেন -সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি ওমর ফারুক( ৪০) এবং চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন (৩৮)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ওসি শরীফ জানান।