কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে মো. আব্দুর রহিম (৬০) ও মো. ওয়াসিম (৪০) নামে দুজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার বিকেলে উপজেলার ইছানগর ও রাতে জুলধার ডাঙারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহিম জুলধা রুস্তম আলী মুন্সির বাড়ির মো. সাফার ছেলে এবং ওয়াসিম চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড মোহেছিনা পাড়ার মৃত কোরবান আলীর ছেলে। পুলিশ জানায়, ডাঙারচর এলাকায় অভিযান চালিয়ে ইপিজেড থানার মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি রহিমকে এবং ইছানগরে অভিযান চালিয়ে লোহাগাড়া থানার মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদলতে সোপর্দ করা হয়েছে।