কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৬:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী মামলায় মোঃ দিদারুল আলম প্রঃ মুন্না (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার দিদারুল আলম প্রঃ মুন্না চরপাথরঘাটা ৪নং ওয়ার্ড ডিঙ্গি মাঝির বাড়ীর আব্দুল সাত্তারের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সন্ত্রাস বিরোধী আইনে থানার একটি মামলায় মুন্না নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যাচেষ্টা, গ্রেফতার এক
পরবর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে সাত লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১