কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ৩

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৩:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কে মাইক্রো গাড়ি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হেলাল (২৯) নাম এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মোহাম্মদ লোকমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। নিহত মোহাম্মদ হেলাল (২৯) আনোয়ারা উপজেলার জুইদন্ডি ইউনিয়নের ছৈয়দ নুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বড়উঠানের রাস্তার মাথা এলাকায় সকাল ৯ টার দিকে একটি সাদা মাইক্রো হাইস গাড়ি (নং- চট্টমেটো ১১-৬৭৫৩) দ্রুত গতিতে রং সাইড দিয়ে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি গ্রাম সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজিটি দুমড়ে মুচড়ে দুরে ছিঁটকে পড়ে যায়। এতে সিএনজিতে থাকা ড্রাইভারসহ মো. রিয়াদ (৩০), সাজ্জাদ (৩০) ও আয়াছ (৩৫) নামে তিন ব্যক্তি গুরুতর আহত হয়। এ সময় সিএনজিতে থাকা মোহাম্মদ হেলাল মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান।

ঘটনাটি দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পুলিশসহ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় হেলালের মৃত্যু ঘটে বলে জানা যায়।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতাল প্রেরণ করেছেন। শুনেছি আহতদের একজন মারা গেছেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিশাল জশনে জুলুস
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনেরও