কর্ণফুলীতে সড়কে অবৈধ পার্কিং, ৩ চালককে জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

এসময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে দুজন বাস ও একজন প্রাইভেটকারের চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে মইজ্জ্যারটেক এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে মানুষ যেন মহাসড়কে দুর্ভোগকে না পড়ে তাই মইজ্জ্যারটেক এলাকার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত পরিবেশে সকলের যাত্রা যেন স্বস্তিদায়ক হয় সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওতে কোরবানির জন্য কেনা ৫ গরু লুট
পরবর্তী নিবন্ধনেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ উজ্জ্বল করলো বাংলাদেশ