কর্ণফুলীতে শিশু ধর্ষণের অভিযোগে বখাটে গ্রেফতার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার দৌলতপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খলিলুর রহমান (১৭) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বড়উঠানের দৌলতপুর গ্রামের আসহাব উদ্দিন বৈদ্যের বাড়ির রফিক কলোনিতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি একই এলাকার কাপড় ব্যবসায়ী সেকান্দরের মেয়ে। বুধবার দুপুরে বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম ওই বখাটেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খলিল কালামিয়া মাঝির বাড়ির হাসেম মিস্ত্রির ছেলে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছে।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধর্ষণের শিকার শিশুটির মা ফাজিল খাঁর হাটে উপ-বৃত্তির টাকা তুলতে যান। এসময় শিশুটি পাশের খৈ ভাঙ্গার ঘরে গেলে বখাটে খলিল তার মুখ চেপে ধরে একটি ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মা ঘরে ফিরলে মেয়েটি কান্নাকাটি করে ঘটনাটি জানায়। চেয়ারম্যান দিদারুল ইসলাম জানান, ভিকটিমের পরিবারের অভিযোগ পেয়ে তা যাচাই করে স্থানীয়দের সহায়তায় খলিলকে আটক করা হয়। পরে তাকে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, বখাটে খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। শিশুটিকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি নাগরিকের সম-মর্যাদা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধজন্মগত হৃদরোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান