কর্ণফুলীতে শিল পাটার আঘাতে স্ত্রীকে খুনের ঘটনায় সেই ঘাতক স্বামী র‌্যাবের জালে

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শিলপাটা দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় স্বামী মো. আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) র‍্যাব-৭ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কর্ণফুলী থানার হত্যা মামলার সূত্র ধরে বান্দরবান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, নিহত নারী একজন পোশাককর্মী ছিলেন এবং কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। গত ৩০ জুলাই তিনি তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পর স্বামী মো. আজিজ মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে তার বাকবিতণ্ডা হয়। এই বাকবিতণ্ডার একপর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা শিলপাটা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর পরিবার স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বড় মেয়ে বাদী হয়ে মো. আজিজ মিয়াকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব অভিযান শুরু করে।

র‍্যাব-৭ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার ৪, দুই সিএনজি জব্দ