কর্ণফুলীতে শাহ্‌ অহিদিয়া স্পোর্টসের শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে শাহ্‌ অহিদিয়া স্পোর্টসের উদ্যোগে দিনব্যাপী জমজমাট শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন হয়েছে। শাহ্‌ অহিদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিউদ্দিন মুরাদের পৃষ্ঠপোষকতায় শাহ্‌ অহিদিয়া স্পোর্টস মাঠে রোববার রাতে শীতকালীন ক্রীড়া উৎসবের সিজন৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলায় শিকলবাহা ফকিরা মসজিদ স্পোর্টস ক্লাব ৩ উইকেটে কর্ণফুলী এম এ এস স্ট্রাইকারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ২৩ রান সংগ্রহ করে ফকিরা মসজিদের অধিনায়ক মো. আরমান ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। ফুটবল ফাইনালে শেরশাহ্‌ বায়েজিদ এন এফ একাদশ টাইব্রেকারে ৪৩ গোলে শিকলবাহা কে সি বি ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। এতে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন বায়েজিদ এন এফ’র খেলোয়াড় মোহাম্মদ তারেক।

খেলা শেষে শাহ্‌ অহিদিয়া ফাউন্ডেশনের আহবায়ক ও ক্রীড়া উৎসব পরিচালনা কমিটির আহবায়ক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন শাহ্‌ অহিদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিউদ্দিন মুরাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ্‌ অহিদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইলিয়াস রনি, মো. ইদ্রিস মেম্বার, আবু তালেব মেম্বার, মো. মারুফ, মো. ইকবাল বাহার, মো. ইব্রাহিম, মো. ওয়াসিম। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, সদস্য মো. জামাল, মো. ফোরকান মধু, মোমিনুল ইসলাম ফয়সাল, সায়েম রেজা, জাবেদুল আলম, এস এ মানিক, মো. সাইফুল্লাহ্‌, মনির আহমদ, মো. মানিক, মো. মোরশেদ, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. দিদার, মো. জনি, মো. রাশেদ, মো. সোহান, এনামুল হক সিফাত, মু. আবির, মো. আইমন, ওয়াহিদ নুর, মো. রাকিব প্রমুখ। উল্লেখ্য শীতকালীন ক্রীড়া উৎসবে ক্রিকেট ও ফুটবল ইভেন্টে ১৬টি দলের দুইশতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন। আজ ২০ ফেব্রুয়ারি থেকে একই মাঠে ১৬টি দল নিয়ে অনূর্ধ্ব১৩ কিড্‌স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে কিং স্টার দল চ্যাম্পিয়ন