কর্ণফুলী শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের জার্সি উম্মোচন করা হয়েছে। শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক শাখা অহিদিয়া স্পোর্টস ক্লাবের নতুন সদস্যদের মাঝে এ জার্সি ও ট্রাউজার বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কালারপোল হাই স্কুল মাঠে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি ও ট্রাউজার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা ও কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি এম এ রহিম, আহবায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, শহিদুল ইসলাম রনি, ইফতেখার রিফাত, সদস্য মো. আরাফাত, মোহাম্মদ সিফাত ও মো. সোহানসহ একাডেমির বিভিন্ন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। এসময় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি এম এ রহিম বলেন, কর্ণফুলীতে যুবক–তরুণদের ফুটবলসহ বিভিন্ন ক্রীড়ায় উদ্বুদ্ধ করতে শাহ্ অহিদিয়া ক্লাব ও ফাউন্ডেশনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। তাদেরকে খেলাধূলায় অন্তর্ভুক্ত করে আগামীর যোগ্য ক্রীড়াবিদ হিসেবে তৈরি করায় মূল লক্ষ্য। এছাড়াও ক্রীড়ার মাধ্যমে তাদের মাদকসহ অসমাজিক কর্মকান্ড থেকে দূরে রাখতেও কাজ চালিয়ে যাচ্ছে ক্লাব কর্মকর্তারা।












