কর্ণফুলীতে শহীদ ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

চ্যাম্পিয়ন নাবিদ-জুনাইদ ফুটবল একাদশ

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫২ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠানে জাহেদ স্মৃতি রংধনু ক্লাবের আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে বড়উঠান ৯নম্বর ওয়ার্ড পূর্ব-ডাকপাড়ার একটি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ২-০ গোলে বিডি রংধনু ফুটবল একাদশকে পরাজিত করে নাবিদ-জুনাইদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়৷

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হোসেন বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়া। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো: জাফরের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো: ওসমান।

এ-সময় বিশেষ অতিথি ছিলেন, বড়উঠান বিএনপির সভাপতি ইদ্রিস হায়দার,সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিন হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামিম,এস এম রিদুয়ান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম,যুবদল নেতা শাহেদুল আলম টিটু, ছাত্রনেতা শাখাওয়াত হোসেন মিশু প্রমুখ।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের তৌহিদ। ফাইনাল খেলা পরিচালনা করেন মো. আরিফ ও তার দুই সহকারী নুসরাত হোসেন তরু এবং সাকিব।

অতিথিরা জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধনানিয়ারচরে পুড়ল কৃষকের ঘর
পরবর্তী নিবন্ধবান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার