কর্ণফুলীতে রুপসি বাংলা স্পোর্টিং ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে রুপসি বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার সম্পন্ন হয়েছে। খেলায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় শাহজালাল স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মতিন স্মৃতি নিউ স্টার ক্লাব। খেলায় গোল্ডেন স্পন্সর হিসেবে ছিল জে

 

আর ডেকোরেটার্স, আলাভী গ্লাস হাউস ও দুবাই সেলুন। আয়োজনে ছিলেন, মামুন, হারুন হাবীব, এম এইচ নয়ন, সোহেল আফরান, আব্দুল জব্বার রানা এবং

রুপসি বাংলার সকলসদস্যবৃন্দ। নয়নের সঞ্চালনায় মোহাম্মদ ইয়াকুব মুন্সির সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান

তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলার ভাইস চেয়ারম্যান আমির আহমদ এবং প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফাহিম রহমান। এতে উপস্থিত ছিলেন ইসমাইল, আবুল কালাম আবু, মোহম্মদ আমলগীর বাদশা, দিদারুল আলাম শুভ, ছালেহ জহুর, মোহাম্মদ হাসান, এম এ রহিম, এইচ এম নয়ন, মামুন হারুন হাবিব, সোহেল, তৌহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আবুল কাশেম মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএশিয়ান প্রিমিয়ার ফুটবলে ব্ল্যাক ডেভিলস চ্যাম্পিয়ন