কর্ণফুলীতে যুবলীগ নেতা রকি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে আবুল কালাম রকি (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০২ মার্চ) রাতে উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত আবুল কালাম রকি চরপাথরঘাটা (৯ নম্বর ওয়ার্ড) ইছানগর গ্রামের আবু জাফরের ছেলে। সে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রকিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্বাস্থ্যনীতিতে স্কুল-স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১