চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগের সংগঠক মোহাম্মদ মহসিন (৩৬) -কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। গ্রেপ্তারকৃত মহসিন চরলক্ষ্যা (২নম্বর ওয়ার্ড) আফাজ উল্লাহ মুন্সির বাড়ীর ইয়াছিনের ছেলে।
গ্রেপ্তারের পরই তাকে নগরীর চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন যুবলীগের সংগঠক ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, যুবলীগের সংগঠক মহসিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।