কর্ণফুলীতে মোঃ ইয়াকুব (৩২) নামে এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০ টার দিকে শিকলবাহার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো: মিজানুর রহমান। গ্রেপ্তার ইয়াকুব শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ডের কমলাপাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে। পুলিশের দাবি সে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন যুবলীগের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছে। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো: মিজানুর রহমান বলেন, ইয়াকুব নামে এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










