কর্ণফুলীতে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৩৮ অপরাহ্ণ

কর্ণফুলীতে বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুলধা ও নগরীর রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলা যুবলীগের সংগঠক আমজাদ হোসেন টুটুল (৩৭), চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগ নেতা হোসাইন মামুন (৩৫) এবং শিকলবাহা যুবলীগের সংগঠক মো. দিদার। তারা তিনজনেই উপজেলার চরপাথরঘাটা ইছানগর ও শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, ডেভিল নামে বিশেষ অভিযানের অংশ হিসেবে টুটুল ও মামুনকে রিয়াজুদ্দিন বাজার থেকে এবং দিদারকে জুলধা কেইপিজেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তবে গ্রেপ্তারের পরও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা জানাতে পারেনি পুলিশ। ওসি শরীফ জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল কি না—এ বিষয়েও পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মদ তৈরির কারখানার হোতা জাহাঙ্গীর আটক
পরবর্তী নিবন্ধবন্দর থানায় নিষিদ্ধ সংগঠনের সাত সদস্য গ্রেফতার