চট্টগ্রামের কর্ণফুলীতে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃতরা হলেন- চরলক্ষ্যা (০৫ নম্বর ওয়ার্ড) নীমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২)। তিনি কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) মো. সোলাইমানের ছেলে মোহাম্মদ মামুন (৩৫)। সে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক বলে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ শরীফ।