কর্ণফুলীতে যুবদল নেতাকে মারধরের ঘটনায় মামলা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০২ অপরাহ্ণ

কর্ণফুলীতে যুবদল নেতা মো. জাহিদুর রহমান লিটনকে মারধরের ঘটনায় জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের দুই ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রবিবার রাতে লিটনের স্ত্রী তাসনিম জান্নাত বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের দুই ছেলে মিনহাজুল আবেদিন রবিন (২৯) ও জুবায়ের (২৮), জালালের ছেলে কামাল (৪৩), কবির আহমদের ছেলে নজরুল ইসলাম (২৫) ও তার ভাই সাইফুল ইসলাম (২৩), মো. হাসেমের ছেলে নুর উদ্দিন (২৫), হাসিক শরিফের ছেলে আলমগীর (২৪), আবুল হাসেমের ছেলে পারভেজ (২৬) এবং কবির আহমেদের ছেলে দিদারুল আলম (২৪)। এছাড়া আরও ২০২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিটনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরও বলা হয়, ৫ সেপ্টেম্বর আসামি কামাল বিএনপিকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে যুবদল নেতা কাদের ও লিটনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরদিন ওই ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, যুবদল নেতাকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ২ বসতঘর
পরবর্তী নিবন্ধমাদকাসক্তি নিরাময় কেন্দ্র নিয়ে কিছু কথা