নগরীর কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় সিএনজি টেক্সির চালককে মারধর করে গাড়ি থেকে ফেলে দিয়ে টেক্সিটি নিয়ে পালাচ্ছিলেন একদল ছিনতাইকারী। গাড়িটি রাঙ্গুনিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ রাউজানের গশ্চি এলাকা থেকে টেক্সিটি উদ্ধার করে ২ জনকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় পালিয়ে যায় আরও ২ জন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর কালামিয়া বাজার এলাকার নুর ইসলামের ছেলে মো. খোকন (৩০) ও ভোলা জেলার দৌলতখান থানার নুর নবীর ছেলে আওলাদ হোসেন (১৯)। পালিয়ে যাওয়ারা হলেন, কালা মিয়া বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. শামীম (২৭) ও রাহাত্তারপোল এলাকার সাইফুল আলমের ছেলে মো. সুজন। পুলিশ জানায়, কর্ণফুলী এলাকার এস আলম ফ্যাক্টরির সামনে থেকে যাত্রীবেশী ছিনতাইকারী দল টেক্সি চালককে ছুরি দেখিয়ে খুন করার হুমকি দিয়ে মারতে থাকে। একপর্যায়ে চালককে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। তারা গাড়িটি চালিয়ে কাপ্তাই সড়কে প্রবেশ করে রাঙ্গুনিয়ামুখী যেতে থাকে। খবর পেয়ে পুলিশ ছিনতাকারীদের ধরতে চেক পোস্ট বসায়। সর্বশেষ ছিনতাই করা গাড়িটি আটকানো হয় গশ্চি নয়াহাট এলাকার বাগোয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ বাড়ির সামনের রাস্তায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ২ জনকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় অপর ২ জন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি ট্যাক্সিটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক আবুল হোসেন (৬৫) বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।