কর্ণফুলীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৬ লাখ টাকার ফোন, ল্যাপটপ গায়েব

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর রহমানিয়া টেলিকম এন্ড কম্পিউটার রিসোর্স নামের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে উপজেলার চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাট এলাকার নুরপ্লাজা মার্কেটের ওই দোকানে চুরির ঘটনা ঘটে।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে তারা দেখেন রহমানিয়া টেলিকম নামের ওই দোকানের তালা খোলা। তারা মনে করেছেন দোকানের মালিক বা কর্মচারীরা কেউ দোকানে ঢুকেছেন। পরে তারা জানতে পারেন দোকানে চুরি হয়েছে। দোকান মালিকের বাড়ি চরপাথরঘাটার ৩ নম্বর ওয়ার্ড।

রহমানিয়া টেলিকমের মালিক মো. সাইফুল ইসলাম জানান, রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তারা চলে যান। প্রতিদিনের মতো আজ সকালে দোকানে আসেন। এসে তালা খোলা দেখতে পান। পরে শাটার তুলে ভিতরে গিয়ে দেখেন সব মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা গায়েব। এমনকি দুটি সিসিটিভির ফুটেজের একটির হার্ডডিস্কও চোরেরা নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘দোকানে থাকা ২ টি ল্যাপটপ, ২৫ টি বিভিন্ন ব্রাণ্ডের মোবাইল ফোন, নগদ ২ লাখ টাকাসহ মোট ৫-৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর। এ ব্যাপারে কর্ণফুলী থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছেন।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, ‘এখনো কেউ চুরির ঘটনায় অভিযোগ করেনি। করলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রেম করে বিয়ে, বছর পেরোতেই মরদেহ রেখে পালানোর সময় স্বামী আটক
পরবর্তী নিবন্ধচকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেনী থেকে গ্রেপ্তার