কর্ণফুলীতে মেধাবৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:৪৭ অপরাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কর্ণফুলীতে হযরত শাহ্ মীর (র:) মেধাবৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার ফয়জুল বারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে হযরত শাহ্ মীর (র:) স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে মাওলানা আবু ছাদেক রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার।

এতে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কর্ণফুলী উপজেলা আ. লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশীদ তালুকদার ও প্রধান বক্তা ছিলেন ফয়জুল বারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বৃত্তি পরিচালনা কমিটির সদস্যরা, শিক্ষার্থী ও অভিভাবকরাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের আলোচনা শেষে তিন ক্যাটাগরিতে মোট ১৭০জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ০৯ ডিসেম্বর একই ভেন্যুতে ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম বারের মত হযরত শাহ্ মীর (র:) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কেএনএফের নারী শাখার প্রধান আকিম বম সমন্বয়ক আটক
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১, আহত ৪