কর্ণফুলী নদী থেকে অদ্রিপ অহন সায়ান (১৩) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরের দিকে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ–পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সায়ানের লাশ শনাক্ত করেন নিহতের বাবা বিশ্বজিৎ দাশ। সায়ান নগরীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে স্কুলের সামনে থেকে নিখোঁজ হয় সে।
পুলিশ জানায়, সায়ান বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া কেডিএস গলিতে পরিবারের সাথে বসবাস করতো। গত মঙ্গলবার দুপুর থেকে সায়ান নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে সায়ানের পরিবার। তার পরদিন বেলা ২টায় অভয়মিত্র ঘাট এলাকা থেকে সায়ানের লাশ উদ্ধার করে নৌ–পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ–থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, সায়ান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক দৃষ্টিতে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি চমেকের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, গত দুই দিন আগে চকবাজার এলাকা থেকে ছেলেটি নিখোঁজ হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে চকবাজার থানায় সাধারণ ডায়েরিও করা হয়। তার বাবা পুলিশকে জানিয়েছেন, তাকে পড়ালেখা নিয়ে বাসায় বকাবকি করা হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ধারণা করছি, সে নিজে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।