কর্ণফুলীতে মাসব্যাপী স্পোর্টস কার্নিভালের সমাপনী

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগরে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড (প্রিমিয়ার সিমেন্ট) এর উদ্যোগে মাসব্যাপী আয়োজিত স্পোর্টস কার্নিভাল ২০২৫এর পুরস্কার বিতরণী ও ১২ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাকর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর বিকেলে এই অনুষ্ঠানে প্লান্ট হেড এস. বি. বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার তারিক কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ ফাইনান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন এডমিন প্রধান লেফটেন্যান্ট (অব.) মোহাম্মদ ইকবাল, ইলেক্ট্রিক্যাল হেড এয়াকুব নবী, ভ্যাট ইনচার্জ গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিভাগের প্রধানরা। পুরো অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন এজিএম কাজী শাহে এমরান। এ সময় ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেডের নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান তিশা মেরিন ইঞ্জিনিয়ারিং ও মিনহা অ্যান্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. নুরুল আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সাইফুল আমিন চৌধুরী (তুষার)। সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন, সালাহউদ্দিন, খোরশেদ আলম, যুবাইর আলম, সরোয়ার, ইসমাইল, মাহমুদুল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ফুটবল একাডেমির অনুশীলন উদ্বোধন
পরবর্তী নিবন্ধউদ্বোধনী দিনে হালিশহর ও আনোয়ারার জয়