কর্ণফুলীতে মারকাজুল উলুম রাহমানিয়া বালক ও বালিকা মাদ্রাসার ছবক দান ও কুরআন প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার দৌলতপুর ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্রদের ছবক প্রদান করেন হাফেজ মুফতি আলতাফ হোসেন। অতিথি ছিলেন আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি হাফেজ আরিফ উদ্দিন, মোহাম্মদ আহমদ হোসেন প্রমুখ। মাদ্রাসার পরিচালক মুফতি ফয়জুল্লাহ বলেন, এই অঞ্চলে দ্বীনের আলো ছড়ানোর জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী যোগ্য মানুষ গড়ার জন্য আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।