‘মাদক মুক্ত সমাজ মানে, অপরাধ মুক্ত সমাজ’ স্লোগানে মাদকবিরোধী অভিযান ও র্যালি করা হয়েছে। গতকাল শুক্রবার কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সামাজিক সংগঠন মুক্ত বিহঙ্গ ক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, মুবিক প্রতিষ্ঠাতা সেলিম খাঁন, সংগঠনের সভাপতি আরিয়ান দিদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সজিব, খুরশিদ আলম বিপ্লব, জাহাঙ্গীর আলম, সাইফ উদ্দিন সাইফ, উপদেষ্টা আব্বাস উদ্দিন খান, আরাফাত হোসেন, দোস্ত মোহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন, মাদক যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ও মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।












