কর্ণফুলীতে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৪:৩৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অংশ নেয় প্রায় ১২ থেকে ১৫ জন কিশোরযুবক। ৩৪ মিনিটের এ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। খবর বাসসের।

গতকাল শনিবার কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় মিছিল করে একদল কিশোরযুবক। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করা হয়। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান চলমান।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে ২২ বছর বয়সী ফারহানসহ তিনজনকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসামান্য বৃষ্টিতেই হাঁটুপানি রাঙ্গুনিয়া লিচু বাগান
পরবর্তী নিবন্ধএ বছরের এডিপি হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার, এনইসি বৈঠক আজ