ফিশিং বোটে কাজ করার সময় কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা বাদামতল এলাকায় ভেসে থাকা অবস্থায় মরদেহটি পাওয়া যায় বলে সদরঘাট নৌ– থানার ওসি মিজানুর রহমান জানান। নিহত হাবিবুর রহমান (১৯) গাইবান্ধা জেলার শেখ ইমরানের ছেলে। তার বাবা শেখ ইমরানও একই ফিশিং বোর্ডে কর্মরত বলে জানা যায়।
নৌ থানার এসআই এ ঘটনার তদন্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত শনিবার বিকেল ৫টার দিকে পাওয়ার হাউস নামে একটি মাছ ধরার নৌকা ফিশিং বোটে কাজ করার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যান হাবিব।