কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। গতকাল রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন নদীর দক্ষিণ পাড় সংলগ্ন এস আলম দুই নং জেটির পূর্ব পাশ থেকে ভাসমান অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অজ্ঞাত নাম লাশটি পুরুষের এবং আনুমানিক বয়স ৪৫/৫০ বছর। মৃতদেহের গায়ে একটি নীল রংয়ের ফুল হাতা ছেড়া গেঞ্জি ও পরনে নেভি ব্লু কালারের হাফ প্যান্ট ছিল এবং লম্বা আনুমানিক ৫ থেকে ৬ ফুট। সদরঘাট নৌ পুলিশের এসআই মিঠুন বালা মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেছে বলে নৌ পুলিশ নিশ্চিত করেন।
সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি প্রায় পচন ধরেছে। আমরা লাশটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।