চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমন কান্তি সেন (৩২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ৩নং ওয়ার্ডে জাফর সওদাগেরর কলোনির একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমন কান্তি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আসিম কান্তি সেনের পুত্র।
তারা কর্ণফুলীর শিকলবাহায় ভাড়া বাসায় থাকত বলে জানা যায়। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়টি জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, সুমনের মৃতদেহ উদ্ধার করে আজ বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।