কর্ণফুলীতে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

উপজেলা পরিষদ নির্বাচন ।। স্থগিত হওয়া প্রার্থিতা ফিরে পেলেন ফারুক চৌধুরী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ভোটার তালিকায় গরমিল ও স্বাক্ষর জটিলতায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন আব্দুল হালিম, ডা. ফারহানা মমতাজ ও রুনা আকতার। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন বলেও জানান নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম।
কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও মাহবুব আলম।
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রার্থীতা বাচাইয়ের শুরুতে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে যে দুই ব্যাংকে তার ঋণ খেলাপির তথ্য ছিল, সে দু্‌ই ব্যাংকের তথ্যে ঋণখেলাপীর কোনো সঠিক তথ্য না পাওয়ায় তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে ৪২টি কেন্দ্রে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগস্ট প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪২টি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতি ও ব্যাংকের সম্পর্ক ব্যাখ্যায় ৩ মার্কিনির নোবেল
পরবর্তী নিবন্ধএমন স্বপ্ন দেখলে তো খালেদাকে জেলে ফেরানোর কথা ভাবতে হবে : তথ্যমন্ত্রী