কর্ণফুলীতে ব্রীজঘাট সাম্পান সমিতির শপথ ও দোয়া মাহফিল

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ১১ এপ্রিল, ২০২৫ at ৭:২৩ অপরাহ্ণ

কর্ণফুলী ব্রীজঘাট সাম্পান কল্যাণ সমিতি নব-নির্বাচিত (২০২৫–২০২৭) কমিটির শপথ গ্রহণ এবং বিশিষ্ট শিল্পপতি আজিম আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ব্রীজঘাট সাম্পান সমিতির কার্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিশনার সচিব মোঃ সেলিম খাঁন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইন্জিঃ মির্জা মোঃ ইসমাইল।

পরে সমাজসেবক ও শিক্ষানুরাগী আজিম আলীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাঝিদের কল্যাণে কাজ করার জন্য সকলকে আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করলো স্বামী
পরবর্তী নিবন্ধট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে মাতামুহুরি নদীতে পড়ে নিখোঁজ ১