কর্ণফুলীতে ১২ কেজি এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলার চরফরিদ এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। এছাড়াও উপজেলার মইজ্জ্যারটেক, ফকিরনীর হাট, কলেজ বাজার ও সৈন্যেরটেক এলাকায় বাজার তদারকি করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় এক ডিলারকে ৪৫ হাজার জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। আগামীতে আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।












