কর্ণফুলীতে বেসরকারি ক্লিনিক পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

স্বাস্থ্য সেবার গুণগতমান নিশ্চিতের উদ্দেশ্য কর্ণফুলী উপজেলার বিভিন্ন প্রাইভেট ল্যাব এবং ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা। এসময় তিনি ওষুধের মেয়াদ, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের চিকিৎসার মান পর্যবেক্ষণ করেন। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী ডায়াবেটিস হাসপাতাল, শিকলবাহা মা ও শিশু হাসপাতাল, কর্ণফুলী চক্ষু হাসপাতাল এবং ডায়াবেটিক সেন্টার পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডা: শ্বাশতি দাস, ডাক্তার শাহাদাত হোসেন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম। পরিদর্শনকালে ডা. মোছাম্মৎ জেবুন্নেসা ক্লিনিকগুলোর ল্যাব, এক্সরে মেশিন, কেবিন, ওয়ার্ড এবং আল্ট্রাসনোগ্রাম মেশিনের গুণগত মান এবং কর্মক্ষমতা পর্যবেক্ষণ করেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা তা যাচাই করেন। এছাড়াও তিনি ক্লিনিকের ফার্মেসি পরিদর্শন করেন, ওষুধের মেয়াদ এবং সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিরীক্ষা করেন। পাশাপাশি নার্সিং সেবার মান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভর্তি রোগীদের চিকিৎসার মান পর্যবেক্ষণ করা হয়। শনাক্তকৃত সমস্যার সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধচোরাই প্রাইভেটকার কেনাবেচার সময় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরহিমপুর আইডিয়াল কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী