কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মো. ফরিদুল আলম প্রকাশ ফরিদ মিস্ত্রি (৫৩) নামে ১ দিনমজুরের। গত শনিবার দুপুরে বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. ফরিদুল আলম ১ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের মির বাড়ির মৃত গুণ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ফরিদ মিস্ত্রি দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করে পরিবারের ভরণপোষণ করে আসছিলেন। গত শনিবার সকালে বাড়ির পাশে একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন।দুপুরের দিকে তিনি অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












