কর্ণফুলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আবদুল মান্নান (২৮) নামে এক যুবকের। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মান্নান একই এলাকার আব্দুল শুক্কুরের পুত্র। নিহতের চাচাতো ভাই আশরাফ আলী জানান, সকালে তাঁর নির্মিত ঘরে মটর চালু করতে গেলে সে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, সকালে নিজের ঘরে বৈদ্যুতিক মটর লাগাতে গিয়ে আবদুল মান্নান নামে এক যুবকের মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।