কর্ণফুলীতে বিএনপির ইফতার মাহফিল

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১১:১৫ পূর্বাহ্ণ

‘বিএনপি সাধারণ মানুষের দল এবং গণতন্ত্রে বিশ্বাসী। দেশের সর্বস্তরের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

কর্ণফুলীতে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ।

চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাসের উদ্যোগে বিশাল এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২০ মার্চ চরপাথরঘাটার খোয়াজনগর গুরা মিয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ শত শত মানুষ অংশ নেন।

ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আয়োজনটি চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল রহমান সওদাগর, বিএনপি নেতা মো. ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মির্জা বাহার উদ্দিন, বড়উঠান বিএনপি নেতা মো. শাহাদাত, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতীদলের আহ্বায়ক মো. নুরুল আবছারসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ফলে বিএনপি খোলামেলাভাবে ইফতার মাহফিল করতে পারেনি। দলের নেতাকর্মীরা পরিবার নিয়ে ঈদ উদযাপন করতেও পারেনি। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ জালিম সরকারের কবল থেকে মুক্ত হয়েছে।’ ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধদুঃসময়ে পাশা থাকা নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে : মামুন মিয়া
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই