কর্ণফুলীতে বিএনপির আনন্দ র‌্যালি-সমাবেশ

রাউজানে হেফাজতের শান্তি মিছিল

আজাদী ডেস্ক | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী ও রাউজান উপজেলায় পৃথক আনন্দ মিছিল ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। পটিয়া প্রতিনিধি জানান, কর্ণফুলীতে বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপজেলার শহীদ ওয়াসিম স্মৃতি চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। এরপর আন্দোলন ঘিরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কর্ণফুলী উপজেলায় শান্তি, ঐক্য, সংহতি ও সামপ্রদায়িক সমপ্রীতির লক্ষ্যে বিএনপির এ সমাবেশ ও আনন্দ মিছিল। উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব ওসমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এড. এস এম ফোরকান, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফায়সাল, আব্দুল গফুর, সোলায়মান দোভাষী, আব্দুল কাদের, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব, ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস হায়দার, এটিএম হানিফ, কাজী মাঈনুদ্দিন টিপু, শেখ আহমদ, জেলা যুবদলের সহসভাপতি মো. ছালেহ জহুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, মনির উদ্দীন মুন্সী, সেলিম খান, মো. সালাউদ্দিন, এস এম ফারুক হোসেন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. আলমগীর, মো. সেলিম, জসিম উদ্দিন জুয়েল, মামুনুর রশীদ মামুন, মো. নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম শামীম, মাঈনুদ্দিন মনির, মো. ফারুক, দিদারুল আলম দিদার, তৈয়বুল আলম আংকুর, মনির উদ্দীন, হারুনুর রশিদ প্রমুখ।

রাউজান : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে হেফাজত ইসলাম বাংলাদেশ শান্তি সমাবেশ ও মিছিল করেছে। গতকাল শুক্রবার কাওমি মতাদর্শ ভিত্তিক কয়েকশ মানুষ এই মিছিলে অংশ নেয়। মিছিলপূর্ব এক সমাবেশে হেফাজত নেতৃবৃন্দ বলেন, যারা ইসলাম ও আলেম ওলামাদের বিপক্ষে অবস্থা নিয়ে গুলি চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করে। তাদের শেষ পরিণতি এমনই হয়। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যেন আলেমওলামাদের সাথে সম্পর্ক রেখে রাষ্ট্র সংস্কারের কাজ করেন।

সমাবেশের পর মিছিলটি রাউজান সায়্যিদুস শুহাদা মাদরাসার সামনে থেকে শুরু করে জলিল নগর হয়ে ডাক বাংলোর সামনে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধনৈরাজ্য প্রতিরোধ ও সামপ্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সতর্ক করছে জাতীয় ভোক্তাধিকার