কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকায় একটি বাসার ছাদ পরিষ্কার করার সময় নিচে পড়ে মো. হাফিজুর রহমান (৬৫) নামে এক কেয়ার টেকারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের পূর্ব ডাকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানার অপারেশন অফিসার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জ জেলার বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে ভাষাসৈনিক এম. সাইফুদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বড়উঠান শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রেজাউল বলেন, বাসার ছাদ পরিষ্কার করার সময় অসাবধানতাবশত হাফিজুর রহমান নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত হাফিজুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।