কর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলার আসামি মজিদ গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বসতবাড়ি ভাংচুর মামলার প্রধান আসামি আব্দুল মজিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১২ টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মোশাররফ হোসেন বলেন, আব্দুল মজিদ ভাংচুর ও চুরি মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গ্রেফতারকৃত আসামিকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুন দুপুরে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর ৫ নং ওয়ার্ডের মো. ফোরকান সিকদারের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারধর ও বসতবাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক মো. ফোরকান গত ১৭ জুন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নতুন ঠিকানায় ৩৫ পরিবারের প্রথম রাতযাপন
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসনের সহায়তা পেলেন আদালত ভবন মুদ্রাক্ষরিকরা