কর্ণফুলীতে বসতঘরে মিলল ৩০ লিটার চোলাই মদ, কারবারি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ১২:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. জনাব আলী (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার উপজেলার জুলধা (৫নম্বর ওয়ার্ড) পাইপের গোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার জনাব আলী জুলধা পাইপের গোড়া বাজার এলাকার জামালের বাপের বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

একইদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন থানার ওসি মুহাম্মদ শরীফ।

তিনি বলেন, পাইপের ঘোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মদ বিক্রেতা জনাব আলীকে আটক করা হয় পরে তার বসতঘরে লুকানো ৩০ লিটার মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত
পরবর্তী নিবন্ধদুই মাসেই বদলি কর্ণফুলীর ইউএনও, নতুন দায়িত্বে রুদ্র