চট্টগ্রামের কর্ণফুলীতে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এতে চিরচেনা গ্রাম বাংলার নানান ঐতিহ্য তুলে ধরে রঙিন পোশাকে অংশগ্রহণ করেছে সব শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।
এ ছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জানা গেছে, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত ট্রেডিংয়ে এবং সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা ছুটিতে থাকায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বাংলা নববর্ষ উপলক্ষে কর্ণফুলীতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।