কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

নিজ বাড়ির উঠানে বন্যহাতি পদদলিত হয়ে কর্ণফুলীতে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ১নং ওয়ার্ড আবু খায়েরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মো. ছৈয়দ প্রকাশ লুতু (৫৫) ওই এলাকার আবুল খায়ের এর পুত্র।

জানা গেছে, গত বুধবার রাতে লুতু বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি বাড়ির উঠানে আসলে অন্ধকারে কেইপিজেড পাহাড় থেকে নেমে আসা একটি হাতি লুতুর উপর আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই নিজ বাড়ির আঙ্গিনায় পদদলিত হয়ে তার মৃত্যু হয়। পরে হাতিটি আবারও কেইপিজেড পাহাড়ের দিকে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে বড়উঠান ইউপি চেয়ারম্যান জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে তার নিজ ঘরের আঙ্গিনায় পাহাড় থেকে নেমে আসা হাতি তার উপর আক্রমণ করে। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনবীর (দ.) শুভাগমনে অন্ধকারপূর্ণ পৃথিবী আলোকিত হয়েছে
পরবর্তী নিবন্ধফটিকছড়ি বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ